উদ্বোধনের চার বছরের মাথায় ভেঙে পড়লো ৫০ লাখ টাকার সেতু

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর চিরিরবন্দরের ভেলামতি নদীর উপর নির্মিত সেতু ভেঙে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ। ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি উদ্ধোধনের চার বছরের মাথায় ভেঙে পড়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।

অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ করার কারণেই এ অবস্থা হয়েছে এমন দাবিও তাদের।

তবে এই সেতু পুনরায় নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি।   

গেল ২০১৬ সালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নে ভেলামতি নদীর উপর নির্মাণ করা হয় ২৫ মিটার দৈর্ঘ্যর এই সেতু। উপজেলার একটি প্রকল্পের আওতায় ৫০ লক্ষ টাকা ব্যায়ের এই সেতু উদ্ধোধনের মাত্র ৪ বছরের মাথায় ভেঙ্গে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে নির্মাণ করার কারণে ভেঙে পড়েছে সেতু।

এ সেতু সংস্কারে সংশ্লিষ্টরা কোন উদ্যোগ না নেয়ায় গ্রামবাসী বাঁশের ধারা দিয়ে চলাচল করছে। এ অবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষকে।


মিয়ানমারে নিহত ৭০, সতর্ক করলো জাতিসংঘের মানবাধিকার তদন্ত কর্মকর্তা

দেশে করোনায় মৃত্যু আবারও বাড়ল

স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ, সন্ত্রাসীদের হাতে স্বামী খুন

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই গণতন্ত্র হরণ করে: ফখরুল


জনদুর্ভোগের কথা স্বীকার করে স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, এই সেতু পুননির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।

তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা ।

news24bd.tv নাজিম