ম্যারাডোনাকে হত্যা করা হয়েছে: দাবি ভক্তদের

অনলাইন ডেস্ক

বিশ্বনন্দিত ফুটবলার ম্যারাডোনার স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে তাকে হত্যার বিচার দাবি করেছে ভক্তরা।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে বুধবার সমাবেশ করে এ দাবি তোলেন ম্যারাডোনা ভক্তরা। গেল বছরের ২৫ নভেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে মারা যান ৬০ বছর বয়সী দিয়াগো ম্যারাডোনা।  


মিয়ানমারে নিহত ৭০, সতর্ক করলো জাতিসংঘের মানবাধিকার তদন্ত কর্মকর্তা

দেশে করোনায় মৃত্যু আবারও বাড়ল

স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ, সন্ত্রাসীদের হাতে স্বামী খুন

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই গণতন্ত্র হরণ করে: ফখরুল


কিংবদন্তি এ ফুটবলার হৃদরোগে মারা গেছেন, বলা হলেও তার ভক্তদের বিশ্বাস, তাকে হত্যা করা হয়েছে।

বিক্ষোভে অংশ নেন ম্যারাডোনার দুই মেয়ে ডালমা ও গিয়ানিন্না। টেন-এম নামে ম্যারাডোনার ভক্ত একটি সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে।

news24bd.tv নাজিম