এই লোকগুলো জাতির কলঙ্ক

জাকির তালুকদার

এই লোকগুলো জাতির কলঙ্ক

Other

ফেসবুকে আলাপ হলো। মেয়েটার সাথে কয়েকদিন চ্যাট হলো। তারপর মেয়েটা দেখা করতে বলল। আর সাথে সাথে হারামজাদা পুংদণ্ড খাড়া করে ছুটল।

 

ঘরে বউ আছে, সন্তান আছে। তাদের কথা মাথায় নাই। মাথায় থাকে খালি নতুন মেয়েমানুষের শরীর। এরা ব্ল্যাকমেইলের শিকার হলে আমার একটুও সহানুভূতি জাগে না।

ফেসবুকের ইনবক্সে কারা দিনরাত মেয়েদের নক করে? তরুণ থেকে বুড়ো পর্যন্ত। খোঁজ নিলে দেখা যাবে এই হারামিগুলোর আছে খালি 'প্যাট আর চ্যাঁট'।  

এদের সমাজ নিয়ে ভাবনা নেই, জাতি নিয়ে ভাবনা নেই। দেশ-সমাজ-পরিবারের প্রতি কোনো কমিটমেন্ট নেই। থাকলে মেয়েদের পেছনে এতটা ছোঁক ছোঁক করার সময় পেত না।


মিয়ানমারে নিহত ৭০, সতর্ক করলো জাতিসংঘের মানবাধিকার তদন্ত কর্মকর্তা

দেশে করোনায় মৃত্যু আবারও বাড়ল

স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ, সন্ত্রাসীদের হাতে স্বামী খুন

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই গণতন্ত্র হরণ করে: ফখরুল


হাজার হাজার মেয়ে আছে যারা ফেসবুকে শিকার খোঁজে। এই মেয়েগুলোও ঐ পুরুষদের মতোই দেহসর্বস্ব, বিউটি পারলার সর্বস্ব। শিক্ষা-দীক্ষা, সামাজিক মর্যাদা কিছুই নেই। কিন্তু দোষ মূলত পুরুষদেরই। পুরুষগুলোর তো ব্যক্তিত্ব বলতে কিছুই নেই। তাই সহজেই ফাঁদে পড়ে। এই লোকগুলো জাতির কলঙ্ক। এবং তাদের সংখ্যাই বেশি।

news24bd.tv নাজিম