ভূমধ্যসাগরে তুরস্ককে রুখতে একজোট চার দেশ, মহড়া

ভূমধ্যসাগরে তুরস্ককে রুখতে একজোট চার দেশ, মহড়া

অনলাইন ডেস্ক

তুরস্ককে রুখতে ইসরায়েল, গ্রিস, সাইপ্রাস ও ফ্রান্স চার দেশ একজোট হয়ে ভূমধ্যসাগরে মহড়া চালিয়েছে। এ নিয়ে ওই অঞ্চলে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্র বলছে, আঙ্কারার উসকানির কারণেই সংকটের সৃষ্টি হয়েছে। আর তুরস্কের বক্তব্য, জঙ্গিবাদ ছড়াতেই আঙ্কারাকে ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে ইহুদিবাদী ও তাদের সমর্থকরা।

মূলত ভূমধ্যসাগরের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গঠিত হয়েছে এ জোট। যাতে নেতৃত্ব দিচ্ছে ইহুদিবাদী ইসরাইল। তেল আবিবের সেনবাহিনী জানায়, তিন দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে মহড়া দেয়া হয়েছে, যা আগামীতেও চলবে।


আরও পড়ুনঃ


দশ বছর আগে যা ঘটেছে তার জন্য আমি দায়ী নই : প্রভা

প্রিয়াঙ্কাকে জীবনসঙ্গী করার গোপন রহস্য জানালেন নিক

নুসরাতের বুকে নতুন ট্যাটু, কী লেখা আছে জানতে ব্যাকুল ভক্তরা

পুলিশ হেফাজতে মৃত্যু : পরিবার পাচ্ছে ২ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ


এ মহড়ায় যুদ্ধকালীন সাবমেরিন মোকাবিলা, সমুদ্রে অন্বেষণ ও উদ্ধার কার্যক্রম চলে।

মহড়াটিতে অংশ নেয় দেশগুলোর যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার। এ ছাড়া দেশগুলোর সাবমেরিনও দেখা যায় এতে।

news24bd.tv / নকিব