প্রতিবাদ জানাতে মঞ্চে অর্ধনগ্ন শিল্পী, পিঠে বার্তা

প্রতিবাদ জানাতে মঞ্চে অর্ধনগ্ন শিল্পী, পিঠে বার্তা

অনলাইন ডেস্ক

শুক্রবার ফ্রেঞ্চ অস্কার হিসেবে খ্যাত সিজার অ্যাওয়ার্ডে সেরা কস্টিউমের পুরস্কার দিতে ডাকা হয় অভিনেত্রী করিন ম্যাসিয়েরোকে (৫৭)। মঞ্চে আসার পর ফরাসি এ অভিনেত্রীকে দেখে সবাই চমকে যান। কারণ তিনি রক্তমাখা গাধার চামড়ার মতো পোশাক পরেছিলেন।

এক পর্যায়ে মঞ্চেই পোশাক খুলে ফেলেন করিন।

তার শরীরে 'সংস্কৃতি না থাকলে ভবিষ্যৎ থাকবে না' এমন বার্তা ছিল। ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ কাসটেক্সের উদ্দেশ্যে তার শরীরে লেখা ছিল, আমাদের শিল্পকে ফিরিয়ে দাও।

news24bd.tv

করোনা মহামারীর সময় সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিসর সঙ্কুচিত হয়ে পড়ায় সরকারকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন এক অভিনেত্রী।

মহামারির সময়ে অনেক কিছুই থেমে নেই, কিন্তু থেমে রয়েছে সিনেমা ও থিয়েটার।

এ ব্যাপারে স্টেফানি ডেমোসিয়র বলেন, ‘আমাদের সন্তানেরা জারা-তে যেতে পারে… কিন্ত সিনেমায় যেতে পারে না। ’


আরও পড়ুনঃ


মরিয়মের কিছু হলে ইমরান ও পাকিস্তান সেনাবাহিনী দায়ী: নওয়াজ শরিফ

আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করবে না তুরস্ক: রাশিয়া

লরির ধাক্কায় দুই সহকর্মীর মৃত্যু, গায়িকা বিউটির অবস্থা আশঙ্কাজনক

আবারো লকডাউনের পথে ইতালি


গত ডিসেম্বরে শতাধিক অভিনেতা, থিয়েটার পরিচালক, সংগীতশিল্পী একযোগে প্যারিসে এই অচলাবস্থা কাটানোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

news24bd.tv / নকিব