মিয়ানমারে ফিরেছে ৫ সদস্যের রোহিঙ্গা পরিবার

মিয়ানমারে ফিরেছে ৫ সদস্যের রোহিঙ্গা পরিবার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রথমবারের মতো মিয়ানমারে ৫ সদস্যের রোহিঙ্গা পরিবার ফিরেছে বলে জানা গেছে। এই রোহিঙ্গা পরিবারটিকে শনাক্তকারী কার্ডও দেয়া হয়েছে। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

শনিবার তুমব্রু সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে স্বেচ্ছায় তারা মিয়ানমারে যান।

এদের মধ্যে তিন নারী, একজন পুরুষ ও একটি শিশু রয়েছে। মিয়ানমার সীমান্তে পা রাখার পর দেশটির কর্মকর্তারা তাদের স্বাগত জানিয়ে নিয়ে যান।

মিয়ানমার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সকালে পাঁচ সদস্যদের একটি মুসলিম পরিবার রাখাইনের তাউনপিওলেতউইয়া সেন্টারে পৌঁছেছে।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ২৪টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে হামলার ঘটনা ঘটে।

'এ ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। এসময় ৭ লাখের বেশি সংখ্যালঘু রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিতে শুরু করে।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর