তওবাকারী আল্লাহ কাছে প্রিয়

তওবাকারী আল্লাহ কাছে প্রিয়

অনলাইন ডেস্ক

আল্লাহপাকের অনেকগুলো সিফাতি বা গুণবাচক নামের মধ্যে দুটি হল-গফুর ও গাফফার; যার অর্থ, মহা ক্ষমাশীল। বান্দা যত অপরাধ কর্মই করুক না কেন তার কাছে অনুনয়-বিনয় করে, প্রাণের পুরোটা আবেগ উজাড় করে ক্ষমা প্রার্থনা করলে, তিনি তাকে ক্ষমা করে দেন।

তাছাড়া তাওবাকারীরা আল্লাহপাক পচ্ছন্দ করেন। আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয় তিনি আল্লাহ, ক্ষমাশীল, পরম ক্ষমাপরায়ণ।

নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। (সূরা: হজ্, আয়াত: ৬০)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতদের উদ্দেশ্য করে বলেছেন, ‘তোমরা যদি গোনাহ না কর, তবে আল্লাহ তোমাদের সরিয়ে দেবেন এবং তোমাদের স্থলে আল্লাহ তাআলা অন্য এক জাতি সৃষ্টি করবেন, যারা গোনাহ করবে এবং আল্লাহর কাছে তওবা করবে। আর আল্লাহও তাদের ক্ষমা করে দেবেন। ’ (মুসলিম)


নিখোঁজের ২৭ দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ

বেরোবির ভিসির কোটি কোটি টাকা লুটপাটের ঘটনার ১১১ অভিযোগ

প্রাইভেট হাসপাতালের মালিকের বিরুদ্ধে আয়া ধর্ষণের অভিযোগ

সুনামগঞ্জে খাস জমি দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, নিহত ১


আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তাওবাহকারীদের সম্পর্কে একাধিক আয়াতে তার খুশির কথা এভাবে জানিয়েছেন-

- ‘নিশ্চয় আল্লাহ তাআলা তওবাহকারী এবং পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন।

’ (সুরা বাকারা : আয়াত ২২২)
- ‘তোমাদের মনে কী আছে, তা তোমাদের পালনকর্তা ভালোই জানেন। যদি তোমরা সৎ হও, তবে তিনি তওবাকারীদের জন্য ক্ষমাশীল। ’ (সুরা বনি ইসরাইল : আয়াত ২৫)

- ‘তারা তওবাকারী, ইবাদতকারী, শোকরগোজার, দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্নকারী, রুকু ও সেজদাকারী, সৎকাজের আদেশ দানকারী ও মন্দ কাজ থেকে নিবৃতকারী এবং আল্লাহর দেয়া সীমাসমূহের হেফাজতকারী। বস্তুত সুসংবাদ দাও ঈমানদারদের। ’ (সুরা বাকারা : আয়াত ১৬০)

news24bd.tv নাজিম