চাঁদে মহাকাশ স্টেশন তৈরি করবে চীন ও রাশিয়া

Other

চাঁদে মহাকাশ স্টেশন তৈরি পরিকল্পনার কথা ঘোষণা করেছে রাশিয়া ও চীন। যার নাম দেওয়া হয়েছে আন্তর্জাতিক চাঁদ গবেষণা স্টেশন। রাশিয়া ও চীন ছাড়াও এই স্টেশন উন্মুক্ত থাকবে সবার জন্য। আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় চীনের দিক থেকে এটিই হবে সবচেয়ে বড় সহযোগিতা।

 

মহাকাশ গবেষণায় অনেক দেরিতে নামলেও হঠাৎ করেই এনিয়ে বেশ তৎপর হয়ে উঠেছে চীন। গেল বছরের ডিসেম্বরে চাঁদের বুক থেকে পাথর সংগ্রহ করে বেইজিং।  

এবার চাঁদে মহাকাশ স্টেশন তৈরিতে রাশিয়ার সঙ্গে যৌথভাবে এক পরিকল্পনার কথা ঘোষণা করেছে চীন। রাশিয়া বলছে, এ বিষয়ে তারা চীনের জাতীয় মহাকাশ সংস্থার সঙ্গে একটি চুক্তি সই করেছে।

 


নিখোঁজের ২৭ দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ

বেরোবির ভিসির কোটি কোটি টাকা লুটপাটের ঘটনার ১১১ অভিযোগ

প্রাইভেট হাসপাতালের মালিকের বিরুদ্ধে আয়া ধর্ষণের অভিযোগ

সুনামগঞ্জে খাস জমি দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, নিহত ১


গবেষণার জন্য চন্দ্রপৃষ্ঠে, চাঁদের কক্ষপথে অথবা উভয় স্থানেই কেন্দ্রটি নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে। একইসঙ্গে স্টেশনটি সবার জন্যই খোলা থাকবে বলেও জানিয়েছে রাশিয়। আর সেখানে স্থাপিত গবেষণা কেন্দ্রে চাঁদের ওপর বিভিন্ন পরীক্ষাও চালানো হবে।  

মহাকাশ গবেষণায় সাম্প্রতিক বছরগুলোতে চীন প্রচুর অর্থ বিনিয়োগ করেছে। আর চীনের এমন তৎপরতা মহাকাশে ক্রমবর্ধমান শক্তিবৃদ্ধির একটি প্রদর্শন হিসেবে মনে করছে বিশ্লেষকরা।  

news24bd.tv নাজিম