শ্রীলঙ্কা সফরে আসছেন না স্পিন কোচ ভেট্টরি!

শ্রীলঙ্কা সফরে আসছেন না স্পিন কোচ ভেট্টরি!

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজে করোনা পরিস্থিতিতে বাংলাদেশ দলের সঙ্গে স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করতে চান না নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ও অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। স্থানীয় স্পিন কোচের ওপরই ভরসা করতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।  

বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানান, বর্তমানে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলকে সীমিত ওভারের সিরিজে তিনি কোচিং করিয়ে যাবেন।

কিউই সফর বাংলাদেশের সাথে ভেট্টরির তৃতীয় অ্যাসাইনমেন্ট।

নিউজিল্যান্ড থেকে ফেরার তিন থেকে চারদিন পরই আগামী এপ্রিলে শ্রীলঙ্কা সফরের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ দল।  


পাপুলের আসনে আ.লীগের মনোনয়ন পেলেন নয়ন

প্রাইভেট হাসপাতালের মালিকের বিরুদ্ধে আয়া ধর্ষণের অভিযোগ

এমপির গাড়িকে সাইড না দেয়ায় ট্রাক চালককে মারধর

জনসম্মুখে পছন্দের মানুষকে বিয়ের প্রস্তাব দিল ছাত্রী অতঃপর...


আকরাম খান সাংবাদিকদের বলেন, 'শ্রীলঙ্কা সফরে আমরা স্থানীয় স্পিন বোলিং কোচকে প্রাধান্য দেব। দেখা যাক কী ঘটে। করোনা পরিস্থিতির কারণে আমরা সমস্যায় আছি।

ভেট্টরির সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপ (গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ) পর্যন্ত চুক্তি হয়েছিল। '

বিসিবির সাথে ভেট্টরির চুক্তির মেয়াদ শেষ হলেও নতুন চুক্তির আওতায় তিনি কাজ করছেন। আকরাম বলেন আরও, 'করোনার সময়ে নিউজিল্যান্ড থেকে আসা ও যাওয়ার মধ্যে বড় ধরনের সিস্টেমেটিক সমস্যা রয়েছে। তাই আপতত আমরা তাকে নিউজিল্যান্ডের বাইরে পাচ্ছি না। ভবিষ্যতে কী ঘটবে তা নিয়ে আমরা চিন্তা করব। আপাতত একজন স্থানীয় কোচ শ্রীলঙ্কা সফরে আমাদের স্পিন বিভাগকে দেখভাল করবেন। '

news24bd.tv / কামরুল