কমেছে মশা, নিয়ন্ত্রণে আসবে এক সপ্তাহের মধ্যে: তাপস

কমেছে মশা, নিয়ন্ত্রণে আসবে এক সপ্তাহের মধ্যে: তাপস

নিজস্ব প্রতিবেদক

আগামী এক সপ্তাহের মধ্যে মশা পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, গত সপ্তাহ থেকে মশার প্রাদুর্ভাব কমেছে। আগামী এক সপ্তাহের মধ্যে মশা পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।

আজ দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ডিএসসিসি মেয়র বলেন, নগরবাসী গত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মশারি ছাড়াই ঘুমাতে পেরেছেন। মাঝে কিছুটা কিউলেক্স মশার আক্রমণ বেড়েছিল। বর্তমানে তা সহনীয় পর্যায়ে রয়েছে।


মিয়ানমারে ফের পুলিশের গুলিতে নিহত ৫

চাঁদে মহাকাশ স্টেশন তৈরি করবে চীন ও রাশিয়া

ভিডিও এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বিশ্বের দীর্ঘতম সেতু


এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, সিটি কর্পোরেশনের কর্মকর্তারা, গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা, টুঙ্গিপাড়ার উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ ডিএসসিসির সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিররা উপস্থিত ছিলেন।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক