স্মার্ট হতে গিয়ে কানের বারোটা বাজাচ্ছেন নাতো?

স্মার্ট হতে গিয়ে কানের বারোটা বাজাচ্ছেন নাতো?

অনলাইন ডেস্ক

অবাধ তথ্য প্রবাহের এই যুগে সবার হাতে হাতে স্মার্টফোন ও অনন্য লাইফস্টাইল গেজেট। আর এসবের সাথে অন্যতম অনুসঙ্গ একটি সুন্দর মানানসই  হেডফোন! ইউটিউবে কোনো গান, অনুষ্ঠান, নাটক-সিনেমা ইত্যাদি দেখার সময় শব্দের কোলাহল এড়াতে ব্যবহার করা হচ্ছে হেডফোন। ঘণ্টার পর ঘণ্টা এই হেডফোন কানে ঝুলিয়ে রাখা হচ্ছে। তাতে করে শ্রবণেন্দ্রিয়ের ওপর প্রভাব পড়ছে।

এই দীর্ঘক্ষণ হেডফোন ব্যবহারের রয়েছে পাঁচটি মারাত্মক ক্ষতি। চলুন জেনে নেয়া যাক সেই ক্ষতিগুলো সম্পর্কে-

কখনোই হেডফোন দিয়ে উচ্চ শব্দে গান শোনা সঠিক নয়। তাতে করে চিরদিনের জন্য শ্রবণশক্তি হারানোর ঝুঁকি থাকতে পারে।

হেডফোন ব্যবহারের সময় ৯০ ডেসিবেল বা তার বেশি মাত্রার আওয়াজ সরাসরি কানে গেলে শ্রবণে সমস্যা হতে পারে।

হেডফোন কারো সঙ্গে ভাগাভাগি করে কখনোই ব্যবহার করবেন না। এতে করে সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে।

 অধিকাংশ হেডফোন এয়ার-টাইট ধরনের। তাতে করে কানে বাতাস প্রবেশ করতে পারে না। যা কানের জন্য সমস্যার কারণ হতে পারে।

গবেষকদের মতে, হেডফোনে দীর্ঘ সময় উচ্চ শব্দে গান শুনলে সেটা খোলার পরও কিছুক্ষণ ভালোভাবে কানো শোনা যায় না। এটা খুবই মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে।


সমালোচনা আমাদের কাজের সফলতা : কবীর চৌধুরী তন্ময়

পাবনায় থাকছেন শাকিব খান

সাধ্যের মধ্যে ৮ জিবি র‍্যামের রেডমি ফোন

কমেন্টের কারণ নিয়ে যা বললেন কবীর চৌধুরী তন্ময়


এবার জানা যাক কিভাবে প্রয়োজনিয় এই হেডফোন ব্যবহার করা যায় নিজের ও অন্যর ক্ষতি না করেই। হেডফোন ব্যবহারে করণীয়..

হেডফোনে গান শুনুন কিছু নিয়ম মেনে। এতে জীবন ও কান দুই-ই বাঁচবে। দীর্ঘ সময় হেডফোনের ব্যবহার করতে হলে কিছুক্ষণ বিশ্রাম নিন। হেডফোন ব্যবহারের এমন কিছু নিয়ম আছে, যা অন্তত কিছুটা হলেও আপনাকে বাঁচাবে শারীরিক ক্ষতি থেকে। আসুন জেনে নেই এমন কিছু কৌশল-

যে সংস্থার মোবাইল ব্যবহার করছেন, ঠিক সেই সংস্থার, সেই মডেলটির হেডফোনই ব্যবহার করুন।

হেডফোনে গান শোনার সময় দেখে নিন ওই ভলিয়্যুমে বাইরের চিৎকার, আওয়াজ এসবও কানে পৌঁছচ্ছে কি না। তা না হলে আওয়াজ আরো কমান।

হাঁটার সময় বা রাস্তা-লাইন পারাপারের সময় হেডফোন ব্যবহার করবেন না।

একটানা আধ ঘণ্টার বেশি হেডফোন ব্যবহার করবেন না। মোবাইলে কোনো সিনেমা দেখতে হলে আধা ঘণ্টা বিরতি নিন।

নিয়মতান্ত্রিকতা আমাদের জীবনকে সুস্থ ও সুন্দর করে। তাই হেডফোন ব্যবহারের নিয়ম মানলে দিনের শেষে লাভ তো নিজেরই। চেষ্টাটা করে দেখুন না নিয়ম মেনে হেডফোন ব্যবহারের। ফলাফলটা না হয় নিজেই দেখবেন।

news24bd.tv/আলী