জারিফের বোরেলকে লেখা চিঠিতে নতুন কোনো পরিকল্পনার উল্লেখ নেই

জারিফের বোরেলকে লেখা চিঠিতে নতুন কোনো পরিকল্পনার উল্লেখ নেই

অনলাইন ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলকে চিঠি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তবে তিনি একথাও বলেছেন, এই চিঠিতে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য কোনো পরিকল্পনা উত্থাপন করা হয়নি।

চিঠিটি শুক্রবার ১২ মার্চ বোরেলের কাছে পাঠানো হয়েছে এবং তাতে জারিফ আবারো জোর দিয়ে বলেছেন, ইরানকে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে পূর্ণভাবে ফিরিয়ে নিতে হলে আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

আরও পড়ুন


কোথায় মধুবালা কোথায় সেই রাজনীতি

‘বাণিজ্যিক জাহাজে হামলায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে’

ছয় বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

রোববার ঢাকার যেসব বন্ধ ও খোলা


ইরানের এই মুখপাত্র বলেন, জারিফের চিঠিতে বলা হয়েছে, “পরমাণু সমঝোতা লঙ্ঘন করে আমেরিকা আইন লঙ্ঘনকারী যে পদক্ষেপ নিয়েছে এবং যেসব নিপীড়নমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে তা যদি ওয়াশিংটন সংশোধন করতে চায় তাহলে তাকে এই সমঝোতায় ফিরে আসতে হবে।

আমেরিকা আইন লঙ্ঘন করেছে বলে তাকেই আইনের পথে ফিরে আসতে হবে। ”

খাতিবজাদে বলেন, জারিফের চিঠিতে নিছক ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে এবং এতে নতুন কোনো পরিকল্পনা পেশ করা হয়নি।

news24bd.tv আহমেদ