ভোটের মাঠে সোশ্যাল মিডিয়া বড় হাতিয়ার

ভোটের মাঠে সোশ্যাল মিডিয়া বড় হাতিয়ার

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আমাদের জীবনের অন্যতম প্রয়োজনীয় অনুসঙ্গ। আমাদের প্রতিদিনের সঙ্গী। এমনকি নির্বাচনের মাঠেও সোশ্যাল মিডিয়া বড় ভূমিকা পালন করে। এখন সেই গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে জাতীয় পর্যায়ের নির্বাচনেও সোশ্যাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সংবাদপত্র এবং টিভি চ্যানেল ছাড়াও রাজনৈতিক দলগুলি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ছুঁতে চাইছে জনতাকে। বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ নিজে বলেছেন, উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে সাফল্যের পেছনে দুটি হোয়াটসঅ্যাপ গ্রুপের অবদান উল্লেখযোগ্য।  


কোথায় মধুবালা কোথায় সেই রাজনীতি

‘বাণিজ্যিক জাহাজে হামলায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে’

ছয় বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

রোববার ঢাকার যেসব বন্ধ ও খোলা


তাই পশ্চিমবঙ্গের নির্বাচনি লড়াই যখন তুঙ্গে, তখন সামাজিক মাধ্যমে বিজেপির তৎপরতাও তুঙ্গে। একই ফর্মুলায় হাঁটছে রাজ্যের শাসকদল।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে মনোনয়ন পেশ করতে গিয়ে দেড়দিনে ২০ বার ফেসবুক লাইভে এসে ৪০ লক্ষের উপর দর্শক পেয়েছেন।  

অন্যদিকে বাম-কংগ্রেসও নিজস্ব আইটি সেলের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে নানা ধরনের বার্তা, কার্টুন এবং প্যারোডি। পাশাপাশি নেতা-নেত্রীদের স্লোগান, বক্তব্য সব কিছু ঘিরেই মিম তৈরি হচ্ছে। দলবদল করছেন যারা, তারাও বাদ যাচ্ছেন না। এমনকি মুখ্যমন্ত্রীর পায়ের চোট নিয়েও সোশ্যল মিডিয়ায় মিম, ছড়া, কার্টুন বেরিয়ে গিয়েছে।   

 news24bd.tv আয়শা