নোবিপ্রবির নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নোবিপ্রবির নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Other

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সমাবেশে হয়েছে। রোববার সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি সমিতির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।  

মানববন্ধন-সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা নোয়াখালী প্রেসক্লাবের শহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে সংবাদ সম্মেলনও করেছেন।  

এ সময় বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মো. বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, কর্মকর্তা-কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব ইকবাল উজ্জ্বল, সদস্য ইসতিয়াক মো. ফয়সলসহ অনেকে।

 


কোথায় মধুবালা কোথায় সেই রাজনীতি

‘বাণিজ্যিক জাহাজে হামলায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে’

ছয় বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

রোববার ঢাকার যেসব বন্ধ ও খোলা


বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ২ বছর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিসহ সকল প্রকার নিয়োগ হচ্ছে না। মন্ত্রণালয় কর্তৃক এ নিষেধাজ্ঞা থাকায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। এমন অবস্থায় দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তারা।  

news24bd.tv / কামরুল