পল্লী কবি জসীমউদ্দীনের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন

পল্লী কবি জসীমউদ্দীনের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন

Other

ফরিদপুরে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে পল্লী কবি জসীমউদ্দীনের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকাল ৮টায় কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ সুপার, জসীম ফাউন্ডেশন, আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয়, সাহিত্য পরিষদসহ বিভিন্ন সংগঠন। পরে কবির বাড়ির আঙিনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 


মোদিবিরোধী মিছিল হলে কঠোর আইনানুগ ব্যবস্থা: মনিরুল

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক

ঢাকার মশা নিয়ন্ত্রণে সাহায্যের আশ্বাস স্পেনের রাষ্ট্রদূতের

রাজনীতি ভুলে বিএনপি ব্যক্তিগত আক্রমণ করেছে: ওবায়দুল কাদের


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তসলিমা আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা, কবিপুত্র জামাল আনোয়ার, মুসলিম মিশনের সম্পাদক প্রফেসর এম এ সামাদ, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশারর্রফ আলী, ডায়াবেটিক মেডিকেল কলেজের সম্পাদক ডা. আ.স.ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, আবু সুফিয়ার চৌধুরী কুশল, অধ্যাপক রিজভী জামান, মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভি মাসুদ, অম্বিকাপুর ইউপি চেয়ারম্যান আবু সাইদ বারী চৌধুরী।

news24bd.tv / কামরুল