নাটোরের সিংড়ায় সড়ক না এ যেন মরণ ফাাঁদ

নাটোরের সিংড়ায় সড়ক না এ যেন মরণ ফাাঁদ

Other

নাটোর জেলার সিংড়া উপজেলার প্রতিটি পাকা সড়কে ট্রাক থেকে মাটি পড়েছে । বৃষ্টির পানিতে তৈরি হয়েছে কাদা। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার লোকজন। নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ থেকে লালোর পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

১৪ মার্চ সকালে সরেজমিনে দেখা যায়, নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ থেকে লালোর পর্যন্ত কয়েক কিলোমিটার কাদাপানিতে একাকার।  

কাদার কারণে যান চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগের মুখে পড়েছেন মোটরসাইকেল চালকেরা। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে তারা মোটরসাইকেল চালাচ্ছেন।

যানবাহনের পাশাপাশি পথচারীদেরও চলাচলে চরম দুর্ভোগে পোহাতে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটায় মাটি বহনে রাস্তায় চলাচলের পরিবেশ নষ্ট হওয়ায় এলাকার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।  


মোদিবিরোধী মিছিল হলে কঠোর আইনানুগ ব্যবস্থা: মনিরুল

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক

ঢাকার মশা নিয়ন্ত্রণে সাহায্যের আশ্বাস স্পেনের রাষ্ট্রদূতের

রাজনীতি ভুলে বিএনপি ব্যক্তিগত আক্রমণ করেছে: ওবায়দুল কাদের


বিভিন্ন ইটভাটার জন্য আবাদি জমি ও পুকুর খনন থেকে মাটি সংগ্রহ করা হয়। অবৈধ যানবাহনে (ট্রাক্টর ও পাওয়ার ট্রিলার ট্রলি) ভোর থেকে রাত পর্যন্ত অরক্ষিত অবস্থায় মাটি বহন করা হয়। এ বালু-মাটি উড়ে সড়কের পড়ার পাশাপাশি পথচারীদের চলাচলে মারাÍক বিঘ্ন ঘটাচ্ছে। ইটভাটা মালিকরা প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ এ অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না।  

news24bd.tv / কামরুল