বিমানে যোগ হলো আরও ২টি অত্যাধুনিক উড়োজাহাজ

নিজস্ব প্রতিবেদক

যাত্রীসেবা উন্নত হলে লাভ হবে দেশের, তাই সেবার মান উন্নত করতে বিমান সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ ও আধুনিক বিমান চলাচলে যোগাযোগ বৃদ্ধি পাবে বলেও উল্লেখ করেন সরকার প্রধান।  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের  যুক্ত হলো সর্বাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ “আকাশতরী” ও “শ্বেতবলাকা”। কানাডার বিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত অত্যাধুনিক ৭৪ সিট সম্বলিত নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ দুটির নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নিজে।

গণ ভবণ থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে  এর  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাবমুর্তি উজ্জল করতে জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইনে উন্নত সেবা নিশ্চিত করতে হবে।


মোদিবিরোধী মিছিল হলে কঠোর আইনানুগ ব্যবস্থা: মনিরুল

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক

ঢাকার মশা নিয়ন্ত্রণে সাহায্যের আশ্বাস স্পেনের রাষ্ট্রদূতের

রাজনীতি ভুলে বিএনপি ব্যক্তিগত আক্রমণ করেছে: ওবায়দুল কাদের


প্রধানমন্ত্রী জানান, আন্তর্জতিক রুটের পাশাপাশি আভ্যন্তরীন যোগাযোগ বাড়াতেও কাজ করবে বিমান।

আকাশতরী এবং শ্বেতবলাকা যুক্ত হওয়ার ফলে বিমানের বহরে উড়োজাহাজের মোট সংখ্যা দাঁড়ালো ২১ টিতে।

news24bd.tv নাজিম