চাঁদ দেখা যায়নি, শবে বরাত ২৯ মার্চ

চাঁদ দেখা যায়নি, শবে বরাত ২৯ মার্চ

নিজস্ব প্রতিবেদক

আজ সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ২৯ মার্চ (সোমবার) দিনগত রাতে পালিত হবে পবিত্র শবেবরাত।

রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবেবরাত পালিত হয়। সে হিসেবে আগামী ২৯ মার্চ (সোমবার) দিবাগত রাতই শবেবরাতের রাত।


চাঁদা তুলে বৃদ্ধ-বৃদ্ধার বিয়ে দিলেন এলাকাবাসী

মিয়ানমারে পুলিশের গুলিতে ৭০ জন নিহতের তথ্য প্রকাশ করলো জাতিসংঘ

বান্ধবীর বিয়েতে নেচে মাত করলেন আলিয়া (ভিডিও)

যাত্রীর পেটে মিলল ৪০ লাখ টাকার ইয়াবা


শবেবরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ৩০ মার্চ (মঙ্গলবার)।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক