কোরআনের ২৬ আয়াত পরিবর্তনে রিট

কোরআনের ২৬ আয়াত পরিবর্তনে রিট

অনলাইন ডেস্ক

পবিত্র কোরআন শরিফের ২৬টি আয়াত পরিবর্তনের আবেদন জানিয়ে ভারতের সুপ্রিমকোর্টে বৃহস্পতিবার (১১ মার্চ) রিট করছেন দেশটির শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী।

এ ঘটনায় দেশটির মজলিস-এ-উলেমা-এ-হিন্দ এর সাধারণ সম্পাদক মাওলানা কালবে জাওয়াদ এবং লখনউয়ের আইশবাগ ঈদগাহের ইমাম মাওলানা খালিদ রশিদ ফারঙ্গী মহালি তীব্র নিন্দা জানিয়েছেন।

শুক্রবার এক বিবৃতিতে তারা নিন্দা জানান বলে জানায় টাইমস অফ ইন্ডিয়া।    

উভয় শিয়া ও সুন্নি নেতা বিতর্কিত ওয়াসিম রিজভীর গ্রেপ্তার দাবি করেছেন।

  

মাওলানা কালবে জাওয়াদ এক বিবৃতিতে রিজভীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, রিজভী মুসলিম বিরোধী এজেন্টের সদস্য। তার ওয়াকফ বোর্ড নিয়েও সিবিআইয়ের তদন্তের দাবি জানান তিনি। এতে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।

 

‌‘যদি সরকার তাকে গ্রেপ্তার না করে, তাহলে এটা পরিস্কার যে সরকার দাঙ্গা চায়। রিজভী না শিয়া না মুসলিম। ’

শুক্রবারের জুমা নামাজের পর আইশবাগ ঈদগাহের ইমাম মাওলানা খালিদ রশিদ ফারঙ্গী বলেন, বিশ্বের মুসলিম উম্মাহর হৃদয়ের দিকে তাকিয়ে কোর্টের উচিত রিজভীর এই আবেদন বাতিল করা।

‘আল্লাহ এই পবিত্র গ্রন্থের হেফাজতকারী। ’