রঙ-তুলির আঁচড়ে উচ্ছ্বসিত গ্রন্থমেলা প্রাঙ্গণ

রঙ-তুলির আঁচড়ে উচ্ছ্বসিত গ্রন্থমেলা প্রাঙ্গণ

Other

আর ক’দিন বাদেই রঙিন মলাট ও সাদা কালো অক্ষরে জমবে গ্রন্থমেলার আসর। তাইতো বইমেলার প্রস্তুতির উচ্ছ্বাস বইছে এখন বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানে। হাতুড়ি-পেরেকের ঠুকঠাক আর রঙ-তুলির আঁচড়ে উচ্ছ্বসিত এখন গ্রন্থমেলা প্রাঙ্গণ।

হবে কি হবেনা, এবারের একুশে বইমেলা নিয়ে প্রায় সবারই ছিলো সেই ভাবনা।

অবশেষে সংশয়ের মেঘ কেটে ঘোষণা আসে। আগামি ১৮ই মার্চ শুরু হবে গ্রন্থমেলার আসর। জমবে পাঠক-লেখক আর প্রকাশকদের মিলনমেলা।


অভিনেতা ফারুকের রক্তে ইনফেকশন ধরা

আইরিশদের শেষ ম্যাচেও হারালো উদীয়মান টাইগারা

চাঁদ দেখা যায়নি, শবে বরাত ২৯ মার্চ

১৭ মার্চ সারা দেশে মার্কেট-দোকান বন্ধের ঘোষণা


মেলার প্রস্তুতির উচ্ছ্বাস বইছে এখন বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানে।
হাতুড়ি-পেরেকের ঠুকঠাক আর রঙ-তুলির আঁচড়ে ধীরে ধীরে সেজে উঠছে গ্রন্থমেলার প্রাঙ্গণ।

হাতে সময় একেবারেই কম। তাই স্টল আর প্যাভিলয়ন নির্মাণে তোড়জোড় চলছে কারিগরদের। নিয়মিত এ পেশায় জড়িত থাকায়, গ্রন্থমেলার সাথে বেশ সখ্যতাও হয়ে গেছে তাদের।

চলতি বছর বঙ্গবন্ধুর শতবর্ষ পূর্তি এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী। তাই ‘হে স্বাধীনতা’ শিরোনামে এবারের বইমেলাকে উৎসর্গ করা হবে জাতির পিতাকে। ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

news24bd.tv আয়শা