জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হারে মাত্র দুই দিনে। দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়িয়ে সেই আফগানিস্তানই। জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছে ৬ উইকেটে।
ফলোঅনে পড়া জিম্বাবুয়ে শন উইলিয়ামস ও ডোনাল্ড তিরিপানোর অষ্টম উইকেটে রেকর্ড ১৮৭ রানের জুটিতে অলআউট হয় ৩৬৫ রানে।
উপসচিব পদে পদোন্নতি পেলেন আরও ২৪ জন
সব শিক্ষাপতিষ্ঠান খুলবে ৩০ মার্চেই
একদিনে মিয়ানমারে আরও ৩৮ জন নিহত
১০৮ রানের লক্ষ্যটা ৪ উইকেট হারিয়ে ২৬.১ ওভারে পেরিয়ে যায় আফগানিস্তান। তাতে সিরিজটা শেষ হলো ১-১ সমতায়। আর নিজেদের ষষ্ঠ টেস্টেই তৃতীয় জয় পেল আফগানরা। অস্ট্রেলিয়া তাদের প্রথম তিন জয় পেয়েছিল ছয় টেস্ট খেলে। আপাতত প্রথম ছয় টেস্টে অজিদের সমতুল্য আফগানরা।
প্রথম তিন টেস্ট জিততে বাংলাদেশ খেলেছে সবচেয়ে বেশি ৬১ আর দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। সূত্র: ক্রিকইনফো
news24bd.tv / কামরুল