নানা আয়োজনে দেশব্যাপী বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে দেশব্যাপী বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

আনন্দঘন পরিবেশ ও আড্ডার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হয়েছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের এক যুগে পদার্পণ। আয়োজনের মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা।

বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে:

তানভীর আজাদ মামুন, জামালপুর :

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তি উদযাপন করা হয়েছে। একযুগ পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কেটে অনুষ্ঠান উদযাপন করা হয়।

 

সোমবার সকালে শহরের তমালতলা মোড় থেকে জামালপুরের পুলিশ সুপার মো: নাছির উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।  

পরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, সহকারী পুলিশ সুপার শিবলী সাদিক,  সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি অজয় কুমার পাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, সাংবাদিক এম. এ জলিল, ফজলে এলাহী মাকাম, বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি শুভ্র মেহেদী প্রমুখ।  

সামছুজ্জামান শাহীন, খুলনা:

আজ সকালে খুলনা প্রেস ক্লাবে আনন্দঘন পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিদিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

news24bd.tv

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জাতীয় পার্টির জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এসএম কামরুজ্জামান জামাল, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাংবাদিক নেতা শেখ আবু হাসান, মো. শাহআলম, মামুন রেজা, আবু তৈয়ব, সামছুজ্জামান শাহীন, মাকসুদুর রহমান মাকসুদ, সুনীয় কুমার দাস, মহানগর যুবলীগের আহবায়ক শফিকুল ইসলাম পলাশ, নিরাপদ সড়ক চাই খুলনা নগর সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, গেøাবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সেক্রেটারী শেখ মো. নাসির উদ্দিন।  

ইমন চৌধুরী, পিরোজপুর:

সকালে পিরোজপুর প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক জনাব আবু আলী মো: সাজ্জাদ হোসেন ও পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলাম খান।  

মুক্তিযুদ্ধের চেতনায় আপোষহীন থাকা বাংলাদেশ প্রতিদিনের এক যুগ পদার্পন উপলক্ষে শুভকামনা জানাতে শুভেচ্ছা হিসেবে ফুল ও মিষ্টি নিয়ে আযোজনে আসেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।  

news24bd.tv

আলোচনা সভায় অতিথিদের পাশাপাশি বাংলাদেশ প্রতিদিনের সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবে সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলি, সাবেক সভাপতি গৌতম চৌধুরী, সাবেক সভাপতি আলমগীর হোসেন, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, প্রেসক্লাব সাধারন সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সাধারন সম্পাদক রেজাউল ইসলাম শামীম, সাবেক সহ-সভাপতি খালিদ আবু ।  

বাংলাদেশ প্রতিদিন এর পিরোজপুর প্রতিনিধি এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা শেষে অতিথি ও জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।  

মোঃ রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ:

দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

পত্রিকাটির জেলা প্রতিনিধি মো. রফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ ও জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ।

news24bd.tv

আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, সাবেক সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, তরুণ নারী উদ্যোক্তা নাজনীন ফাতিমা জিনিয়া প্রমুখ। শেষে অতিথিরা কেক কাটেন। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রিপন হোসেন, যশোর:

উৎসব আমেজের মধ্য দিয়ে যশোরে উদযাপন করা হলো বাংলাদেশ প্রতিদিনের এক যুগে পদার্পণের মুহুর্ত। সোমবার সকালে যশোর প্রেসক্লাবে জেলার সিনিয়র সাংবাদিক, সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দ ও সংবাদপত্র এজেন্টদের সাথে নিয়ে কেক কাটেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।  

news24bd.tv

এর আগে যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক প্রভাতফেরী সম্পাদক ফকির শওকত, যশোর প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুবুল আলম লাভলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব এবং যশোরের প্রাচীন দুইজন সংবাদপত্র পরিবেশক মো. এজাহার আলী ও আনোয়ার আলম।

রাহাত খান, বরিশাল

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ  সকাল ১০টায় নগরীর সদর রোডের বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি এমএম কাইয়ুম, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ এবং ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ।   

news24bd.tv

সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক (বরিশাল) রাহাত খান। এছাড়া পত্রিকা এজেন্ট, ব্যবসায়ী, চাকুরীজীবী, পাঠক ও শুভানুধ্যায়ী সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।   

আকবর হোসেন সোহাগ, নোয়াখালী:

দিবসটি উদযাপন উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাবে আজ দুপুর ১২টায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
  
বাংলাদেশ প্রতিদিনের নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগের পরিচালনায় ও নোয়াখালীর সিনিয়র সাংবাদিক আবুল হাসেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জৌতি খীসা।

আরো বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, জেলা কালাচারাল কর্মকর্তা কামরান হাছান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জামাল হোসেন বিষাদ, সিনিয়র সাংবাদিক আবু নাছের মঞ্জু, মুক্তিযুদ্ধা ও লেখক ফখরুল ইসলাম, সাংবাদিক মো: সোহেল, এছাড়া সংহতি প্রকাশ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সামছুদ্দিন জেহান ও নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার ও আলমগীর ইউছুফ।

news24bd.tv

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি মাহবুবুর রহমান, সময় টিভির সাইফুল্যা কামরুল, এস. এ টিভির আবদুর রহিম বাবুল, দিশারী সম্পাদক আকাশ মো: জসিম, যমুনা টিভির সবুজ, ডিবিসি টিভির আসাদুজ্জামান কাজল, সাংবাদিক এ আর আজাদ সোহেল, কলকাতা টিভির মো. শরিফ, একুশে টিভির দ্বীপ আজাদ, মাই টিভির আবুল হাছনাত বাবুল, সাংবাদিক আরিফ, মো. ইদ্রিস, গণকন্ঠের আজাদ ভূইঁয়া, সাংবাদিক আবদুল মোতালেব, নুর রহমান, তছলিম শিকদার, শাহজাহান কচি, সালাউদ্দিন, মোছলে উদ্দিন, ইনজামুল হক আনন্দ ও জিজি এম মাহবুব প্রমুখ।

news24bd.tv নাজিম