সৌদি আরবে দুর্নীতির দায়ে ২৪১ জন গ্রেফতার

সৌদি আরবে দুর্নীতির দায়ে ২৪১ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক

দুর্নীতির দায়ে জড়িত থাকায় সৌদি আরবের বিভিন্ন মন্ত্রণালয় থেকে কমপক্ষে ২৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এক প্রতিবেদনে সৌদি আরবের দুর্নীতি দমন অথোরিটি (নাজাহা) জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে একাধিক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা রয়েছে। ঘুষ, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

গত ফেব্রুয়ারি মাস থেকে নাজাহা প্রায় ২৬৩ টি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।


আরও পড়ুনঃ


অভিনেতা ফারুকের রক্তে ইনফেকশন ধরা

আইরিশদের শেষ ম্যাচেও হারালো উদীয়মান টাইগারা

চাঁদ দেখা যায়নি, শবে বরাত ২৯ মার্চ

১৭ মার্চ সারা দেশে মার্কেট-দোকান বন্ধের ঘোষণা


বিভিন্ন মন্ত্রণালয় থেকে ৭৫৭ জনকে সন্দেহ করে তাদের বিরুদ্ধে তদন্ত করা হয়। তদন্ত শেষে অভিযোগ প্রমাণ হওয়ার পরেই তাদেরকে গ্রেফতার করা হয়।

গত জানুয়ারিতে, বিদেশে প্রায় ৩ দশমিক ১ বিলিয়ন ডলার পাচারে জড়িত থাকায় ৩২ জনকে গ্রেফতার করে নাজাহা।

সূত্রঃ আল-জাজিরা

news24bd.tv / নকিব