শ্রীলেখার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি রিমঝিমের

শ্রীলেখার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি রিমঝিমের

অনলাইন ডেস্ক

‘অভিনয় শিল্পীকে দলে পেতে বিজেপি ৭ কোটি টাকা দিয়েছে। ’ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিযোগ করায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে হুঁশিয়ারি দিয়েছেন আরেক অভিনেত্রী বিজেপি নেত্রী রিমঝিম মিত্র।

বলেছেন, এর স্বপক্ষে প্রমাণ দিতে না পারলে, শ্রীলেখার বিরুদ্ধে বিজেপি আইনি ব্যবস্থা নেবে।

আনন্দবাজারের প্রতিবেদনে প্রকাশ বামপন্থী শ্রীলেখা সোমবার ফেসবুকে লেখেন, তিনি জানতে পেরেছেন, কোনও এক তারকাকে দলে নেওয়ার জন্য নাকি বিজেপি-র তরফে ৭ কোটি টাকা দেওয়া হয়েছে।

সে পোস্ট নিয়ে বিজেপি-র সদস্য রিমঝিম প্রশ্ন তোলেন, ‘কাকে’ নেওয়া হয়েছে ৭ কোটিতে?


বুবলিকে ধাক্কা দেওয়া গাড়িটি ছিল ব্ল্যাক পেপারে মোড়ানো, ছিল না নম্বর প্লেট

অস্ত্রের মুখে ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের পর দফায় দফায় ধর্ষণ

মেয়েকে তুলে নিয়ে মাকে রাত কাটানোর প্রস্তাব অপহরণকারীর

নাসির বিয়ে করেছেন আপনার খারাপ লাগে কেন?


পরে শ্রীলেখা রিমঝিমের উদ্দেশে লেখেন, প্রমাণ-সহ নামটি তিনি জানাবেন।

এরপর রিমঝিম চ্যালেঞ্জ ছুরে দিয়ে বলেন, নাম এবং প্রমাণ দেখাতে না পারলে দল আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

এ ব্যাপারে শ্রীলেখা বলেন, ‘রিমঝিম মিত্রকে প্রমাণ দেওয়ার দায় আমার নেই। যে দল বলে, ভোটে জিতলে চিটফান্ডের টাকা ফেরত দেব, সেই দলের লোককে কোনও প্রমাণ দেওয়ার দায় আমি অনুভব করি না।

আগে ওরা আইনি পদক্ষেপ নিক, তার পরে প্রমাণ দেওয়ার কথা ভাবব। ’

তাঁর দাবি, বিষয়টি কানে এসেছে বলেই, তিনি লিখেছেন। কারও নাম করেননি।

‘বিজেপি ভয় দেখাতেই পারে। কারণ ওদের কাছে টাকা আছে। টাকার জোরেই ওরা সাধারণ মানুষকেও ভয় দেখাতে পারে,’।

শ্রীলেখার মতে, রিমঝিম যখন বিজেপি-তে যোগদান করেন, তখন বলেছিলেন, টলিউডে কাজ পাচ্ছেন না বলেই, এমন সিদ্ধান্ত। নিরাপত্তার জন্য নাকি রিমঝিম ওই দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীলেখার পোস্টের তলায় রিমঝিম লিখেছেন, শ্রীলেখা তাঁর বড় বোনের মতো। তাই তিনি নাম জানতে চেয়েছেন।

news24bd.tv তৌহিদ