নরসিংদীতে বাড়ছে সূর্যমুখী ফুলের আবাদ

Other

নরসিংদীতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সূর্যমুখী ফুলের বাগান। অল্প পুঁজি  ও কম পরিশ্রমে বেশি আয়ের ফলেই এখানে বৃদ্ধি পাচ্ছে এ ফুলের আবাদ।

সূর্যমুখী ফুলের বীজের মাধ্যমে যে পরিশোধিত তেল পাওয়া যায় তা পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত হওয়ায় বাজারে এর চাহিদা রয়েছে ব্যাপক। চলতি মৌসুমে এ  জেলার  ১২ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের  চাষ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ ।

 

ঢাকার নিকটবর্তী একটি জেলা শহর নরসিংদী। লেবু, শাকসবজি ও লটকের পর এবার সূর্যমুখী চাষেও খ্যাতি অর্জন করেছে এ জেলা।  

কৃষি বিভাগ এ অঞ্চলের অনাবাদি জমিগুলোকে ব্যবহারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে নরসিংদী সদর উপজেলায় গেল বছর  মাত্র ২ বিঘা জমিতে পরীক্ষামূলক সূর্যমুখী ফুলের চাষ করা হয়।

পরীক্ষামূলকভাবে সফল হওয়ায় কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে সূর্যমুখী চাষের। কামারগাও এলাকায় ১৫ বিঘা জমিতে  সূর্যমুখীর বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন সাইদুর রহমান শিমুল নামে এক স্কুল শিক্ষক। বাজারে এই ফুলের দর ভাল থাকায় আর্থিকভাবে লাভবানও হচ্ছেন সে।


মিঠুনের দিকে তাকিয়ে বিজেপি

সত্যিই কী ধনি ! বিতর্ক চলছে !

অসুস্থ ইশরাক, দোয়া চাইলেন ফখরুল

শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে স্কুল


আর সুর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই  দুর-দুরান্ত থেকে আসছেন প্রকৃতি প্রেমীরা। এই জেলায় সুর্যমুখী ফুলের চাষ প্রসারের লক্ষ্যে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ।

এ বছর নরসিংদী জেলায় মোট ১২ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের বাগান করেছে কৃষকরা।

news24bd.tv নাজিম