কুরআন সংশোধনের দাবিতে মামলা: ওয়াসিম রিজভির বিরুদ্ধে বিক্ষোভ

কুরআন সংশোধনের দাবিতে মামলা: ওয়াসিম রিজভির বিরুদ্ধে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

ভারতের সুপ্রিম কোর্টে পবিত্র কুরআন শরীফ সংশোধনের দাবিতে মামলা দায়েরকারী ওয়াসিম রিজভিকে গ্রেফতারের দাবি উঠেছে। তার ছবি পদদলিত করার পাশাপাশি পোস্টারে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শনের ঘটনাও ঘটেছে।  

উত্তর প্রদেশ শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান রিজভির অভিযোগ, কুরআন শরীফের ২৬টি আয়াতে নাকি সন্ত্রাসবাদকে উৎসাহিত করা হয়েছে। তাই সেগুলোকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

ওয়াসিম রিজভির ওই আবেদন বাতিল করার দাবি জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের মহাসচিব মাওলানা মাহমুদ দরিয়াবাদী। তিনি বলেন, ‘বিগত ১৪০০ বছর ধরে পবিত্র কুরআন শরীফ অবিকৃত অবস্থায় রয়েছে। এই ঐশী গ্রন্থের একটি শব্দও পরিবর্তন করার অপচেষ্টা কেউ করেনি। কুরআন শরীফের কোনও আয়াতেই সহিংসতাকে সমর্থন করা হয়নি।

শিয়া পার্সোনাল ল’ বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, কুরআনের প্রত্যেকটি আয়াত চিরন্তন সত্য। এর সত্যতা নিয়ে কোনও বিতর্ক চলতে পারে না। প্রখ্যাত শিয়া আলেম মাওলানা কালবে জাওয়াদ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা খারাপ করার জন্য এবং মুসলিমদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওই চেষ্টা নিন্দনীয়। ওয়াসিম রিজভির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের ফাঁস থেকে রক্ষা পেতে তিনি ওই ধরণের পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছেন। ’

মাওলানা কালবে জাওয়াদ আরও বলেন, ‘এ ধরণের ব্যক্তির ইসলাম ধর্মে কোনও স্থান নেই। কেননা শিয়া সম্প্রদায় পবিত্র কুরআনকে চিরন্তন ও শাশ্বত সত্য বলে মনে করেন। কেয়ামত পর্যন্ত তা অবিকৃত অবস্থায় থাকবে। কারও কোনও অধিকার নেই যে এই পবিত্র ধর্মগ্রন্থে সামান্যতম কোনও পরিবর্তনের দাবি জানানোর। '

ভারতের মুম্বাইয়ের রাজা একাডেমি রিজভির ওই আবেদন বাতিল করার দাবি জানিয়েছে।

অন্যদিকে, আজ (সোমবার) মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন দলের পক্ষ থেকে ওয়াসিম রিজভিকে গ্রেফতারের দাবিতে রাজেবাবু পার্কে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। দলটির জেলা সভাপতি খালিক আনসারী বলেছেন, সুপ্রিম কোর্টে দায়ের করা ওয়াসিম রিজভির আবেদন গোটা বিশ্বের মুসলিমদের ক্ষুব্ধ করেছে।


আরও পড়ুনঃ


অভিনেতা ফারুকের রক্তে ইনফেকশন ধরা

আইরিশদের শেষ ম্যাচেও হারালো উদীয়মান টাইগারা

চাঁদ দেখা যায়নি, শবে বরাত ২৯ মার্চ

১৭ মার্চ সারা দেশে মার্কেট-দোকান বন্ধের ঘোষণা


দলের রাজ্য সচিব ডা. রিয়াজ সাইফি বলেছেন, সরকার যদি ওয়াসিম রিজভিকে গ্রেফতার না করে এবং তাকে কঠোর শাস্তি না দেয় তবে এইআইএমআইএম সারা দেশে আন্দোলন করবে।  

অন্যদিকে, সম্প্রতি দয়ানুদ্দৌলা কারবালায় নারীদের একটি দল বার্ষিক মজলিশের পরে ওয়াসিম রিজভির পোস্টার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। তারা ওয়াসিম রিজভির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। মালিহাবাদেও মানুষজন বিক্ষোভ প্রদর্শন করে রিজভির বিরুদ্ধে মামলা করার দাবি জানিয়েছে।

সূত্রঃ পার্সটুডে

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক