টিকা নেয়ার পর করোনা আক্রান্ত কাজী হায়াৎ, হাসপাতালে ভর্তি

টিকা নেয়ার পর করোনা আক্রান্ত কাজী হায়াৎ, হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের গুণী চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। শারীরিক জটিলতার কারণে গতকাল সোমবার রাজধানীর একটি হাতপাতালে ভর্তি করানো হয়েছে কাজী হায়াৎকে।

কাজী হায়াৎয়ের করোনা আক্রান্ত ও হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেছেন, চলচ্চিত্র প্রযোজক-পরিচালক বিপ্লব শরীফ।  

এর আগে গত ৬ মার্চ করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন কাজী হায়াৎ।

তিনিসহ তার স্ত্রী ও মেয়ে করোনায় আক্রান্ত হন। তারাও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন


১৫ বছরের ছেলের হাত ধরে পালালো তিন সন্তানের জননী

এবার নিহত আলাউদ্দিনের বিরুদ্ধে কাদের মির্জার অনুসারীর মামলা

শিরক থেকে বাঁচতে যে দোয়া পড়তে বলেছেন বিশ্বনবী

নামাজ পড়ার সময় অন্য কেউ কি সামনে দিয়ে যেতে পারবে?


গত ২ মার্চ করোনার টিকা নেন কাজী হায়াৎ। এরপরই শরীরে জ্বর অনুভব করেন তিনি।

তিনদিন পার হওয়ার পরও জ্বর ভালো হয়নি। পরে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজেটিভ আসে।

কাজী হায়াৎ গত কয়েকদিন যাবৎ ২ এপ্রিল অনুষ্ঠিতব্য পরিচালক সমিতির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আসছিলেন। তার পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। শাকিব খান অভিনীত ‘বীর’ তার পরিচালিত ৫০তম সিনেমা।

news24bd.tv আহমেদ