পৌরসভার সরবরাহকৃত পানি পান করে ২ জনের মৃত্যু, আহত ৭০

পৌরসভার সরবরাহকৃত পানি পান করে ২ জনের মৃত্যু, আহত ৭০

অনলাইন ডেস্ক

কলকাতা পৌরসভার সরবরাহ করা পানি পান করে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৭০ জন অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে এই প্রধান কারণ হিসেবে দায়ী করা হচ্ছে দূষিত পানিকে।

আনন্দবাজার জানিয়েছে, পৌরসভার শশিশেখর বসু রোড এবং আলিপুর মহিলা সংশোধনাগারসহ ৭৩ ও ৭৪ নম্বর ওয়ার্ডের কিছু এলাকার পানিতে দূষণ ছড়িয়েছে পড়েছে।

 নিহতরা হলেন- পৌরসভার কর্মী ভুবনেশ্বর দাস ও আলিপুর মহিলা সংশোধনাগারের বিচারাধীন বন্দি রিমকি তামাং।


আরও পড়ুনঃ


কক্সবাজারে আগুনে ঘুমন্ত ৩ ভাই-বোন পুড়ে অঙ্গার

প্রার্থী অপছন্দের, রেলে মাথা দিয়ে আত্মহত্যা চেষ্টা বিজেপি নেতার

বিয়ের আসরেই পাত্রপক্ষের অভদ্রতা, বরকে তালাক কনের!

মিজানুর-দুলুসহ বিএনপির চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি


স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর রতন মালাকার বললেন, ‘দিন চারেক আগে ডি এল খান রোডের একাংশে পানীয় জলের সঙ্গে পয়ঃনিষ্কাশনের পানি মিশে সংক্রমণ ছড়িয়েছিল। আমরা ওই এলাকায় পাইপ মেরামতি করেছি। এখন কোনো সমস্যা নেই।

তবে খাাবার পানির সংক্রমণের শিকার হয়েছেন গোটা শশিশেখর বসু রোডের বাসিন্দারা। আমরা খবর পাওয়া মাত্রই জলে ব্লিচিং পাউডার মিশিয়েছি।

news24bd.tv / নকিব