সিরিয়ার জনগণের দুর্দশার জন্য ইউরোপীয় ইউনিয়নই দায়ী: দামেস্ক

সিরিয়ার জনগণের দুর্দশার জন্য ইউরোপীয় ইউনিয়নই দায়ী: দামেস্ক

অনলাইন ডেস্ক

সিরিয়ার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়বে বলে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দেয়ার পর নিন্দা জানিয়েছে দামেস্ক। গতকাল সেমাবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার জনগণের গত এক দশকের দুর্দশার জন্য ইউরোপীয় ইউনিয়নই দায়ী।

পাশাপাশি সিরিয়ার বিরুদ্ধে আরোপিত ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় দেশগুলো সন্ত্রাসবাদীদেরকে সমর্থন দিচ্ছে এবং সিরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।

ফলে সিরিয়ার জনগণের এই ভোগান্তির জন্য ইউরোপীয় ইউনিয়ন দায়ী।


টিকা নেয়ার পর করোনা আক্রান্ত কাজী হায়াৎ, হাসপাতালে ভর্তি

১৫ বছরের ছেলের হাত ধরে পালালো তিন সন্তানের জননী

এবার নিহত আলাউদ্দিনের বিরুদ্ধে কাদের মির্জার অনুসারীর মামলা

শিরক থেকে বাঁচতে যে দোয়া পড়তে বলেছেন বিশ্বনবী


ইউরোপের এই জোট সিরিয়ার জনগণের পক্ষে কথা বলার কোনো অধিকার রাখে না এবং দেশটির জন্য ইতিবাচক কোনো ভূমিকা পালন করার অবস্থানেও নেই।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন সিরিয়া বিষয়ে সম্মেলনের আয়োজন করেছিল যার মধ্যদিয়ে শত্রুদেরকে এককাতারে আনার ব্যবস্থা করেছে তারাই। ফলে ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার জনগণের বিষয়ে কি ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করে তা খুবই পরিষ্কার।

ইউরোপীয় ইউনিয়নকে বুঝতে হবে যে, সিরিয়ার জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে, কোনো উপনিবেশবাদী শক্তি নয়।

গত রোববার ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে বলা হয়েছে যে, আগামী মে মাসে নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়ানো হবে।  

news24bd.tv আয়শা