যুক্তরাষ্ট্রকে কিমের বোন ইয়ো জংয়ের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে কিমের বোন ইয়ো জংয়ের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে উত্তর কোরিয়া। দেশটির শীর্ষ নেতা কিম জং উনের বোন ইয়ো জং এ নিয়ে হুঁশিয়ারিও দিয়েছেন যুক্তরাষ্ট্রকে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন তার কোরিয়া নীতি নির্ধারণের জন্য প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই সতর্কবার্তা দেয়া হলো।

কিম ইয়ো জং এই যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে বলেন, ‘আপনারা (বাইডেন প্রশাসন) যদি আগামী চার বছর শান্তিতে থাকতে চান তবে প্রথম ধাপেই (গানপাউডারের) দুর্গন্ধ সৃষ্টি করা থেকে বিরত থাকুন।


আরও পড়ুনঃ


কক্সবাজারে আগুনে ঘুমন্ত ৩ ভাই-বোন পুড়ে অঙ্গার

প্রার্থী অপছন্দের, রেলে মাথা দিয়ে আত্মহত্যা চেষ্টা বিজেপি নেতার

বিয়ের আসরেই পাত্রপক্ষের অভদ্রতা, বরকে তালাক কনের!

মিজানুর-দুলুসহ বিএনপির চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি


এদিকে কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগের চেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

news24bd.tv / নকিব