প্রবল ধূলিঝড়ের কবলে বেইজিংবাসী

প্রবল ধূলিঝড়ের কবলে বেইজিংবাসী

অনলাইন ডেস্ক

প্রবল ধূলিঝড়ের কবলে পড়েছে চীনের রাজধানী বেইজিং শহর। গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়ংকর এই ধূলিঝড় হল। এই ধূলিঝড় হলুদ বর্ণ ধারণ করেছে। মঙ্গোলিয়ার মালভূমি থেকে ধেয়ে এসেছে এই ধূলিঝড়।

সোমবার হঠাৎ করেই এই ধূলিঝড়ের কবলে পড়ে বেইজিংবাসী।  

বিপাকে পড়ে বন্ধ রাখা হয় চার শতাধিক ফ্লাইট। অবস্থা এমন হয়েছে যে দিনের বেলাতেও কিছু জায়গাতে লাইট জ্বালাতে হয়।


কক্সবাজারে আগুনে ঘুমন্ত ৩ ভাই-বোন পুড়ে অঙ্গার

প্রার্থী অপছন্দের, রেলে মাথা দিয়ে আত্মহত্যা চেষ্টা বিজেপি নেতার

বিয়ের আসরেই পাত্রপক্ষের অভদ্রতা, বরকে তালাক কনের!

মিজানুর-দুলুসহ বিএনপির চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি


গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে।

গত এক দশকে এমন বিপর্যয় দেখেনি বেইজিংবাসী। চীনের আবহাওয়া কর্তৃপক্ষ সোমবার বেইজিংসহ আশেপাশের এলাকায় এই ঝড় সম্পর্কিত সতর্কতাও জারি করে।

শুধু বেইজিং না, শহরটির চারপাশের কিছু এলাকা যেমন, গান্সু, শাংসি, হেবেই এলাকাতেও এই ধূলিঝড় দেখা গেছে। বর্তমানে ধূলিঝড় একটি বড় সমস্যা হয়ে দাড়িঁয়েছে।  

news24bd.tv আয়শা