ঘৃণা বাড়ানোর জন্য ফেসবুক নয়: প্রিয়তি

মাকসুদা আক্তার প্রিয়তি।

ঘৃণা বাড়ানোর জন্য ফেসবুক নয়: প্রিয়তি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আনন্দ-উৎসবে গতকাল পালিত হয়েছে পহেলা বৈশাখ। চারিদিকে ছিল সাজ সাজ রব। নানা রঙে সেজেছিল গোটা দেশ। তরুণ-তরুণী, শিশু-কিশোর থেকে প্রবীণরাও রঙিন পোশাকে মেতেছিল উৎসবে।

এদিন সোশ্যাল মিডিয়ায়ও বয়ে গেছে শুভেচ্ছার বন্যা। নিউজ ফিডে শুধু ছিল ভালোরই রাজত্ব। বছরের প্রতিটা দিন কেন এমন হয় না তা নিয়ে ফেসবুকে আক্ষেপ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক মিস আর্থ ইন্টারন্যাশনাল ও মিস আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তি।

আয়ারল্যান্ডে বসবাসরত প্রিয়তি বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় ফেসবুকে লিখেছেন, ''গতকালের ফেসবুকের নিউজফিডটা কতো চমৎকার ছিল !! কোন রকম নেগেটিভ , খোঁচাখুঁচি বা হিংসা জাতীয় কোন পোস্ট ছিল না।

সবাই খুব স্ফূর্তি ও আনন্দে ছিল। সব সময় যেন এমনই যায়। একে অপরের কাছে আসার আইডিয়ায় ফেসবুকের জন্ম , ঘৃণা বাড়ানোর জন্য নয়। ''

এর আগে আরেকটি পোস্টে প্রিয়তি লেখেন, সাবাস বাংলাদেশ !! নিরাপদে এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া নববর্ষ এর প্রথম দিন পালন!!

সম্পর্কিত খবর