ফ্লোরিডা সৈকতে পর্যটকের ঢল, গ্রেফতার ১৫০

ফ্লোরিডা সৈকতে পর্যটকের ঢল, গ্রেফতার ১৫০

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে এখন বসন্তকাল। স্বাভাবিকভাবেই আনন্দে মেতে উঠছেন মার্কিন বাসিন্দারা। সমুদ্রসৈকত গুলোতে বাড়ছে মানুষের ঢল। করোনার নিয়মনীতিও মানছেন না তারা।

এর মধ্যেই ফ্লোরিডার সমুদ্র সৈকতে স্বাস্থ্যবিধি না মেনেও চলাচল করছে তারা।

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পুলিশের সাথে সমুদ্র সৈকতে আসা নারী-পুরুষের দফায় দফায় সংঘর্ষে দেড়শত জন গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে ফ্লোরিডার পুলিশ প্রশাসন।


আরও পড়ুনঃ


যুক্তরাষ্ট্রকে কিমের বোন ইয়ো জংয়ের হুঁশিয়ারি

অবশেষে গোয়ায় গিয়ে সাত পাকে বাঁধা পড়লেন বুমরাহ

বিয়ের আসরেই পাত্রপক্ষের অভদ্রতা, বরকে তালাক কনের!

মিজানুর-দুলুসহ বিএনপির চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি


উল্লেখ্য, ফ্লোরিডায় এখনও সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি। এজন্য কর্তৃপক্ষ সোচ্চার রয়েছে স্বাস্থবিধি লংঘনকারীদের বিরুদ্ধে।

কিন্তু বছরাধিককাল স্বেচ্ছায় গৃহবন্দিত্ব থেকে মুক্তির প্রত্যাশায় বেপরোয়া হয়ে পড়া যুবক-যুবতীরা ফ্লোরিডার সবকটি সমুদ্র সৈকতে হুমড়ি খেয়ে পড়েছেন।

news24bd.tv / নকিব