কাদের মির্জার সহযোগী কসাই কাঞ্চনের বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

কাদের মির্জার সহযোগী কসাই কাঞ্চনের বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

Other

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার এক সহযোগীর বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

সোমাবার (১৫ মার্চ) দিবাগত রাতে কাদের মির্জার সহযোগী মাইন উদ্দিন কাঞ্চন ওরফে কসাই কাঞ্চনের চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রামের বাড়ি থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

সে চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফার ছেলে এবং কাদের মির্জার অনুসারী।   

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও জেলা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। তবে অভিযানে অভিযুক্ত কাঞ্চনকে পাওয়া যায়নি।


অনলাইনে পণ্য ডেলিভারি বিলম্বে করা যাবে মামলা

স্বামীর দাবীতে প্রথম বউয়ের বাড়িতে দ্বিতীয় বউ

সামাজিক মাধ্যম ছাড়ার ঘোষণা আমিরের

সাধ্যের মধ্যে ৮ জিবি র‍্যামের রেডমি ফোন


ওসি মীর জাহেদুল হক রনি বলেন, কসাই কাঞ্চন এলাকার চিহিৃত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।

অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

news24bd.tv নাজিম