দুই সপ্তাহ পেরুলেও উৎঘাটন হয়নি মৌমিতার মৃত্যু রহস্য

Other

দুই সপ্তাহ পেরিয়ে গেলেও মৃত্যু রহস্য উৎঘাটন হয়নি মালয়েশিয়ার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থী তাজরিয়ান মোস্তফা মৌমিতার।  

গেল ২৬ ফেব্রুয়ারি রাজধানীর ধানমণ্ডিতে নিজ ভাড়া বাসার ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তার। মৌমিতার বাবা, মেয়ের এ মৃত্যুকে আত্মহত্যা হিসেবে মানতে নারাজ। তদন্ত কর্মকর্তাও এখন পর্যন্ত কোন তথ্য দিতে পারেননি।

এ ঘটনায় গ্রেপ্তার একজন রিমান্ডে আছে।  

রাজধানীর ধানমণ্ডির সাততলা এই বাড়ির ছাদ থেকে পড়ে, গেলো ২৬ ফেব্রুয়ারি মৃত্যু হয়, তাজরিয়ান মোস্তফা মৌমিতার। দুই সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও, মৌমিতার মৃত্যুর রহস্য এখনো মেলেনি।

কিভাবে আদরের কন্যা মৌমিতার মৃত্যু হয়েছে, জানতে চান বাবা কামাল মোস্তফা খান শামীম।

মৃত্যুর সপ্তাহ খানেক আগে মৌমিতা তার মাকে জানিয়েছিলেন, বাড়ির মালিকের ছেলে ছাদে তার বন্ধুদের নিয়ে প্রায়ই নেশা করেন। তাকে উত্যক্তও করতো।  


সংখ্যায় নগণ্যদের খুশির জন্য রাজনীতি করি না: স্ট্যাটাসে ইশরাক

সালমানের প্রেমিকার সাথে এবার ইমরান!

কাদের মির্জার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

অবৈধ স্থাপনা উচ্ছেদে আর নোটিশ নয় : মেয়র আতিক 


এমনটা জানান বাড়িক গৃহকর্মী। ১ মার্চ কলাবাগান থানায় ৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন, মৌমিতার বাবা।

আদনান নামের ওই ভবনের মালিকের ছেলের বন্ধুকে গ্রেপ্তার ছাড়া, অগ্রগতি নেই তদন্তের, জট খোলেনি মৃত্যু রহস্যেরও।  

news24bd.tv নাজিম