মওদুদ আহমদের লেখার গুণটি সবচেয়ে ভালো লাগতো

শরিফুল হাসান

মওদুদ আহমদের লেখার গুণটি সবচেয়ে ভালো লাগতো

Other

রাজনীতিবিদ এবং আইনজীবী মওদুদ আহমেদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন( ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বাংলাদেশের প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, আইনমন্ত্রী থেকে শুরু করে বহু পদে ছিলেন তিনি।

আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব দলের সঙ্গে রাজনীতি করেছেন। রাজনীতিবিদ হিসেবে তিনি কেমন সেই মূল্যায়ন করার যোগ্যতা আমার নেই।

‌ তবে আমি লেখক মওদুদ আহমেদের কথা বলতে পারি।  

বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়নের চ্যালেঞ্জ, সংসদ নানা বিষয়ে তিনি দারুন সব বই লিখেছেন। ‌ তাঁর বাংলাদেশ: ইমারজেন্সি অ্যান্ড দি আফটারম্যাথ: ২০০৭-২০০৮ বইটি নিয়ে খোদ বিএনপিতে অস্বস্তি তৈরি হয়েছিল।  


সংখ্যায় নগণ্যদের খুশির জন্য রাজনীতি করি না: স্ট্যাটাসে ইশরাক

সালমানের প্রেমিকার সাথে এবার ইমরান!

কাদের মির্জার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

অবৈধ স্থাপনা উচ্ছেদে আর নোটিশ নয় : মেয়র আতিক


রাজনীতিবিদ হিসেবে অনেক দলের পক্ষে সরাসরি কথা বললেও লেখালেখিতে তিনি সত্যের কাছাকাছি থাকার চেষ্টা করেছেন।

তাঁর এই গুণটিই আমার সবচেয়ে ভালো লাগতো। পরপারে ভালো থাকুন মওদুদ আহমেদ।

শরিফুল হাসান, সিনিয়র সাংবাদিক ও উন্নয়ন কর্মী

news24bd.tv নাজিম