ফের লকডাউনের বিষয়ে যা বললেন স্বাস্থ্যের ডিজি

ফের লকডাউনের বিষয়ে যা বললেন স্বাস্থ্যের ডিজি

নিজস্ব প্রতিবেদক

দেশে হঠাৎ করেই আবারো বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭১৯ জন। উদ্ভূত পরিস্থিতি সবাইকে ভাবিয়ে তুললেও এ মুহূর্তে দেশে লকডাউন দেওয়ার কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

তিনি বলেন, টাইট লকডাউনের বিষয়ে আমাদের নির্দেশনা দেয়া হয়নি। তবে, আগে যে স্বাস্থ্যবিধিগুলো ছিল, সেগুলো বেশি বেশি করে মানা, সেগুলো প্রচার করা নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং আমাদেরকে নির্দেশনাও দেওয়া হয়েছে।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা শেষে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যের ডিজি বলেন, রেস্তোরাঁগুলোতে জনসমাগম কমানোর ব্যাপারে, পরিবহনে জনসমাগম ও ভিড় এড়ানোর জন্য, সবাইকে মাস্ক পরার জন্য, পর্যটন কেন্দ্রগুলোতে যাতে লোকে ভিড় না করে সেসব বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।


সংখ্যায় নগণ্যদের খুশির জন্য রাজনীতি করি না: স্ট্যাটাসে ইশরাক

সালমানের প্রেমিকার সাথে এবার ইমরান!

কাদের মির্জার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

অবৈধ স্থাপনা উচ্ছেদে আর নোটিশ নয় : মেয়র আতিক


তিনি বলেন, আপনারা দেখেছেন গত কিছুদিন কীভাবে চলেছে। আবার আগের মতো সাবধানতা অবলম্বন করার জন্য, মাস্ক পরাটা একদম বাধ্যতামূলক করার জন্য, আইনপ্রয়োগকারী সংস্থার সাহায্য নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

news24bd.tv নাজিম