মাওলানা মামুনুল হককে নিয়ে অশালীন পোস্ট করায় যুবক আটক

মাওলানা মামুনুল হককে নিয়ে অশালীন পোস্ট করায় যুবক আটক

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন পোস্ট করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১১টার দিকে শাল্লার শাঁসকাই বাজারে তাকে আটক করে গ্রামবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক যুবকের নাম ঝুমন দাস আপন (২৪)।

তিনি শাল্লা থানার হবিবপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের গুপেন্দ্র দাসের ছেলে।

আরও পড়ুন


ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সাকিবের বিনম্র শ্রদ্ধা

‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ স্থান পেলো গিনেজ রেকর্ডে

মওদুদ আহমদের মৃত্যুতে মেয়র তাপসের শোক


শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, অভিযুক্ত ঝুমন দাস আপন সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক মন্তব্য করার কারণে সাধারণ মানুষের মাঝে প্রতিক্রিয়া দেখা দেয়। যে কারণে ঝুমন দাসকে আটক করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

news24bd.tv আহমেদ