নানা আয়োজনে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী

নানা আয়োজনে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী

Other

দিনাজপুরে নানা আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উৎযাপন করা হচ্ছে।  

দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে থে সাআজ সকাল ৬টা ৮ মিনিটে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।


মওদুদ আহমদের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

মওদুদ আহমদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শুভ জন্মদিন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান


এর পরপরই জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও পুলিশ সুপার আনোয়ার হোসেন শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। এছাড়াও মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগসহ তার অন্যান্য অঙ্গ সংগঠন ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দিবসটি উৎযাপনের অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে সারা দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনীর আয়োজন করা হয়েছে।

 news24bd.tv আয়শা