ফের লকডাউনের বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

ফের লকডাউনের বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, লকডাউনের সিদ্ধান্ত রাষ্ট্রীয় পর্যায়ের। এ বিষয়ে এখনো কোনো
চিন্তাভাবনা নেই।  

তিনি বলেন, লকডাউনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তবে আমাদের সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। অন্যথায় ভয়াবহ রূপ ধারন করতে পারে।

বুধবার রাজধানীর মহাখালী বিসিপিএস অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,  স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণ বাড়ছে, পর্যটন কেন্দ্রে ভীড়, বিয়ে, ওয়াজ মাহফিল হচ্ছে। এসব অনুষ্ঠানকে সীমিত করতে হবে।  


ঢাকায় ছুটির আমেজ, রাস্তা ফাঁকা

বিশ্বের দূষিত রাজধানীর তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা

ঢাকা মেডিকেলের আইসিইউতে আগুন, নিহত ৩জন

নিভৃত পল্লী টুঙ্গীপাড়াতেই কেটেছে জাতির জনকের শৈশব আর কৈশোর


তিনি বলেন, গণ পরিবহন, পর্যটন কেন্দ্র ও রেস্তোরাঁয় জন সমাগম এড়াতে এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

news24bd.tv নাজিম