দুই বছর পর কোয়ার্টার ফাইনালে গ্যালাক্টিকোরা

দুই বছর পর কোয়ার্টার ফাইনালে গ্যালাক্টিকোরা

Other

প্রথম লেগের পর আবারো আটালান্টকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক শিরোপা জয়ের পর নকআউট পর্বের শুরুতেই বারবার আটকে যাওয়া গ্যালাক্টিকোরা পা রাখে আসরের কোয়ার্টার ফাইনালে।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শেষ ষোলোর ফিরতি লেগে ৩-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে আসরের শেষ আটে পা রাখে জিনেদিন জিদানের দল। প্রথম দেখায় ইতালিয়ান ক্লাবটির মাঠে ১-০ গোলে জিতেছিল তারা।


আরও পড়ুনঃ


যুক্তরাষ্ট্রকে কিমের বোন ইয়ো জংয়ের হুঁশিয়ারি

ট্রাম্পকে জিতিয়ে দিতে কাজ করেছেন পুতিন: গোয়েন্দা প্রতিবেদন

বিয়ের আসরেই পাত্রপক্ষের অভদ্রতা, বরকে তালাক কনের!

অবশেষে আড়ংয়ের দুঃখ প্রকাশ, সেই যুবককে চাকরির প্রস্তাব


ম্যাচের প্রথমার্ধে লুকা মদ্রিচের ক্রসে করিম বেনজেমার গোলে রিয়াল এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে স্পট কিকে প্রতিপক্ষের সাথে ব্যবধান বাড়ান  সার্জিও রামোস। ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে রিয়ালের বিপক্ষে ব্যবধান কমান আটালান্টার লুইস মুরিয়েল। তবে তা বেশীক্ষণ ধরে রাখতে পারেনি প্রতিপক্ষ।

ঠিক দুই মিনিট পর  রিয়ালের তৃতীয় গোলটি করেন মার্কো আসেনসিও।

২০১৭-১৮ মৌসুমে সবশেষ ইউরোপ সেরা হওয়ার পরের আসরে রিয়াল ছিটকে যায় শেষ ষোলোয় আয়াক্সের বিপক্ষে হেরে। আর গত মৌসুমে তারা একই পর্বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারে দুই লেগেই।

news24bd.tv / নকিব