মুজিববর্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়: মোদি

মুজিববর্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়: মোদি

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বীর হিসেবে শুধু বাংলাদেশিদের কাছেই নয়, বরং সকল ভারতীয় নাগরিকের কাছেও বীর হিসেবে গণ্য হন বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আজ একটি পোষ্ট করে এ কথা জানিয়েছেন মোদি।

টুইট বার্তায় নরেন্দ্র মোদি লেখেন, ‘মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন।

এই মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়। ’


আরও পড়ুনঃ


যুক্তরাষ্ট্রকে কিমের বোন ইয়ো জংয়ের হুঁশিয়ারি

ট্রাম্পকে জিতিয়ে দিতে কাজ করেছেন পুতিন: গোয়েন্দা প্রতিবেদন

বিয়ের আসরেই পাত্রপক্ষের অভদ্রতা, বরকে তালাক কনের!

অবশেষে আড়ংয়ের দুঃখ প্রকাশ, সেই যুবককে চাকরির প্রস্তাব


আগামী ২৬ মার্চ দু'দিনের সফরে বাংলাদেশে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মহামারির মধ্যে এটাই তার প্রথম বিদেশ সফর। এই সফরে তিনি বাংলাদেশের তিনটি আয়োজনে অংশ নেবেন বলে জানা গেছে।

news24bd.tv / নকিব