রুশ কর্তৃপক্ষকে পাত্তা দিচ্ছে না টুইটার, বন্ধ করে দেয়ার হুমকি

রুশ কর্তৃপক্ষকে পাত্তা দিচ্ছে না টুইটার, বন্ধ করে দেয়ার হুমকি

অনলাইন ডেস্ক

পুতিন প্রশাসনের নিষিদ্ধ ঘোষিত কন্টেন্টগুলো সরিয়ে না নিলে আগামী এক মাসের মধ্যে দেশজুড়ে টুইটার বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া। রাশিয়ার এক জ্যেষ্ঠ নীতিনির্ধারকের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মস্কো গত সপ্তাহে জানায়, নিষিদ্ধ কন্টেন্টের দেওয়া একটা লিস্ট অনুযায়ী সেগুলো সরিয়ে নিতে ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে সমগ্র রাশিয়াজুড়ে টুইটারের গতি কমিয়ে দেওয়া হয়েছে। সেসময় দেশটির যোগাযোগবিষয়ক নজরদারি সংস্থা রসকমনাদজোর জানিয়েছিল, রাশিয়ার আইন মেনে না চললে টুইটারকে সম্পূর্ণ নিষিদ্ধ করাসহ সংস্থাটির বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুনঃ


যুক্তরাষ্ট্রকে কিমের বোন ইয়ো জংয়ের হুঁশিয়ারি

ট্রাম্পকে জিতিয়ে দিতে কাজ করেছেন পুতিন: গোয়েন্দা প্রতিবেদন

বিয়ের আসরেই পাত্রপক্ষের অভদ্রতা, বরকে তালাক কনের!

অবশেষে আড়ংয়ের দুঃখ প্রকাশ, সেই যুবককে চাকরির প্রস্তাব


রাশিয়ার যোগাযোগবিষয়ক নজরদারি সংস্থা রসকমনাদজোর’র ডেপুটি প্রধান ভাদিম সাবোটিন মঙ্গলবার (১৬ মার্চ) জানান, রুশ কর্তৃপক্ষের উদ্বেগকে পাত্তা দিচ্ছে না টুইটার। এরকম ভাবে চলতে থাকলে আগামী এক মাসের মধ্যে রাশিয়ায় টুইটার বন্ধ করে দেওয়া হবে।

news24bd.tv / নকিব