ইসরায়েল থেকে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ভূপতিত করেছে সিরিয়া

ইসরায়েল থেকে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই ভূপতিত করেছে সিরিয়া

অনলাইন ডেস্ক

ইসরাইলের পক্ষ থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলা আবারো মোকাবেলা করেছে সিরিয়ার সামরিক বাহিনী। সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র রাজধানী দামেস্কের কাছে ভূপাতিত করে দেশের সামরিক বাহিনী।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল অধিকৃত গোলান মালভূমি থেকে রাজধানী দামেস্কের বেশ কয়েকটি অবস্থানে হামলা চালায়। সানা বলছে, ইসরাইলি বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই সিরিয়ার সেনারা ভূপাতিত করতে সক্ষম হয়।

ক্ষেপণাস্ত্র আগ্রাসনে কোনো প্রাণহানির ঘটনা ঘটে নি, শুধুমাত্র সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।


আরও পড়ুনঃ


যুক্তরাষ্ট্রকে কিমের বোন ইয়ো জংয়ের হুঁশিয়ারি

ট্রাম্পকে জিতিয়ে দিতে কাজ করেছেন পুতিন: গোয়েন্দা প্রতিবেদন

বিয়ের আসরেই পাত্রপক্ষের অভদ্রতা, বরকে তালাক কনের!

অবশেষে আড়ংয়ের দুঃখ প্রকাশ, সেই যুবককে চাকরির প্রস্তাব


ইসরাইলি গণমাধ্যম দাবি করছে, দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো অস্ত্রের চালান লক্ষ্য করে ইসরাইলি সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে পর্যবেক্ষক মহল বলছে, স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে সিরিয়া অস্ত্রের চালান আনার অধিকার রাখে। সেক্ষেত্রে সিরিয়ার অস্ত্রের চালান লক্ষ্য করে ইসরাইলের চালানো হামলা কোনভাবেই বৈধ হতে পারে না।

news24bd.tv / নকিব