ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

অনলাইন ডেস্ক

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন। নিহত পাইলট হলেন গ্রুপ ক্যাপ্টেন এ. গুপ্ত। আজ (১৭ মার্চ) সকালে ভারতের মধ্যাঞ্চলে এই ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)।

এনডিটিভি জানায়, বুধবার সকালে সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে একটি মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে উড্ডয়নের সময় ভারতের মধ্যাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।

আকাশে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়।


আরও পড়ুনঃ


যুক্তরাষ্ট্রকে কিমের বোন ইয়ো জংয়ের হুঁশিয়ারি

ট্রাম্পকে জিতিয়ে দিতে কাজ করেছেন পুতিন: গোয়েন্দা প্রতিবেদন

বিয়ের আসরেই পাত্রপক্ষের অভদ্রতা, বরকে তালাক কনের!

অবশেষে আড়ংয়ের দুঃখ প্রকাশ, সেই যুবককে চাকরির প্রস্তাব


টুইটারে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। তারা জানায়, ‘মর্মান্তিক এক দুর্ঘটনায় গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তাকে হারিয়েছে আইএএফ। ’

এই ঘটনায় আইএএফ গভীর শোক প্রকাশের পাশাপাশি নিহত পাইলটের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।

এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

news24bd.tv / নকিব