বাংলাদেশ-চীনের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই: শি জিনপিং

শি জিনপিং-ফাইল ছবি

বাংলাদেশ-চীনের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই: শি জিনপিং

অনলাইন ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ৪৬ বছর আগে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলে দুই পক্ষ সমানভাবে পরষ্পরকে সম্মান ও শ্রদ্ধা করে। এক ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন।  

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীন সম্পর্ক বন্ধুত্ব আর সমতার, এটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই আমরা।

এদিকে, ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনের অনুষ্ঠান আজ বুধবার বিকালে শুরু হয়।


ঢাকায় ছুটির আমেজ, রাস্তা ফাঁকা

বিশ্বের দূষিত রাজধানীর তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা

ঢাকা মেডিকেলের আইসিইউতে আগুন, নিহত ৩জন

নিভৃত পল্লী টুঙ্গীপাড়াতেই কেটেছে জাতির জনকের শৈশব আর কৈশোর


অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা উপস্থিত রয়েছেন।  

এ অনুষ্ঠান ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে ঢাকায় আসছেন পাঁচ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক