দুবাইয়ে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন স্থগিত

দুবাইয়ে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

পূর্বঘোষিত কর্মসূচিতে রাখা ১৭ মার্চ বিশ্বের সর্বোচ্চ উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফা ও আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনক) ভবনে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর আবদুল আলিম মিয়া।  

দূতাবাসের লেবার কাউন্সিলর আবদুল আলিম মিয়া বলেন, ১৭মার্চ নির্ধারিত কর্মসূচিতে রাখা হলেও দুবাইয়ের বুর্জ খলিফা ও আবুধাবির অ্যাডনক ভবনে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন স্থগিত করেছে কর্তৃপক্ষ। পূর্বঘোষিত সময়ানুসারে প্রবাসীরা এই দুটো স্থানে গিয়ে ভিড় না করতেও দূতাবাস থেকে অনুরোধ করা হয়।


বাংলাদেশ ফুটবল দলে করোনায় আঘাত

সফরে এসে বাংলাদেশকে যে উপহার দেবেন মোদি

বিশ্বের দূষিত রাজধানীর তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা

ঢাকা মেডিকেলের আইসিইউতে আগুন, নিহত ৩জন


এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও বাংলাদেশের সূবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার (১৭ মার্চ) বিশ্বের সর্বোচ্চ উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফা ও আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনক) ভবনে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের বিষয়ে গণমাধ্যমে অবগত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতব মো. আবু জাফর।

news24bd.tv / কামরুল