নরসিংদীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে গৃহহীনরা পেলেন ঘর

নরসিংদীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে গৃহহীনরা পেলেন ঘর

Other

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নরসিংদীতে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করেছে জেলা পরিষদ। আজ ১৭ মার্চ বুধবার দুপুরে নরসিংদী জেলা পরিষদ হলরুমে গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া।

এর আগে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

পরে কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে৷  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।


আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, ধরা ২০ নারী

চুমু দিয়ে নারীদের সব রোগ সারিয়ে দেন ‘চুমুবাবা’

বুবলিকে ধাক্কা দেওয়া গাড়িটি ছিল ব্ল্যাক পেপারে মোড়ানো, ছিল না নম্বর প্লেট

অস্ত্রের মুখে ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের পর দফায় দফায় ধর্ষণ


জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া বলেন, বাঙালি জাতির সৌভাগ্য, তারা মুক্তির মহানায়কের জন্মশতবার্ষিকী উদযাপনের সুযোগ পেয়েছেন। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ধারণ করে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখতে হবে। আর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন পরিবারের মাঝে ঘরের হস্তান্তর করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

জেলা পরিষদের পক্ষ থেকে গৃহহীন ৬ পরিবারের মাঝে আজ ২ জনকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

বাকি ঘরের কাজগুলোও প্রায় শেষ পর্যায়ে। শীঘ্রই বাকিগুলোর চাবিও হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

news24bd.tv তৌহিদ