গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

Other

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম সরকার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গলদাপাড়া এলাকার শিমুলতলা (রসুলপুর) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম সরকার ওই গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।


চট্টগ্রামে হোটেলে বিদেশি নাগরিকের মরদেহ

বিমান পড়া মেলা

দৈনিক ২০০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি পেয়ে ‘ভয়ে ইসরাইল’

নরসিংদীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে গৃহহীনরা পেলেন ঘর


নিহতের স্বজনের বরাত দিয়ে ওই গ্রামের সাবেক মেম্বার হাফিজ উদ্দিন সরকার জানান, সন্ধ্যার দিকে রফিকুল ইসলাম তাঁর নিজ ঘরের বিদ্যুতের লাইনে কাজ করতে যান। পরে ফিউজ কাটআউটে হাত দিতে গিয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে যান তিনি। এ সময় ছিটকে নিচে পড়ে গেলে পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউল গনি খান জানান, হাসপাতালে আনার পূর্বেই মারা যান রফিকুল ইসলাম।

শ্রীপুর থানার কর্তব্যরত অফিসার এসআই সামিয়া রহমান জুথি জানান, বিদ্যুৎস্পর্শে নিহতের বিষয়ে এখনও পর্যন্ত কেউ অভিযোগ জানাননি।

news24bd.tv তৌহিদ