বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বিশ্বনেতাদের শুভেচ্ছা

Other

বঙ্গবন্ধুর নের্তৃত্ব ও বাংলাদেশের উন্নয়ন-সাফল্যের ভূয়সী প্রশংসা করলেন পাঁচ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। বুধবার ঢাকায় এসে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতি বলেন, কয়েক প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস শেখ মুজিব।  

ভিডিও বার্তায় দু’দেশের বন্ধুত্ব ও সমতার সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন চীনের প্রেসিডেন্ট। আর বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অব্যাহতভাবে অংশীদার হওয়ার প্রত্যাশা ছিল জাপান ও কানাডার প্রধানমন্ত্রীর বার্তায়।

 

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সকালে স্ত্রী ফাজনা আহমেদকে সাথে নিয়ে ঢাকায় আসেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। সকাল সাড়ে ৮ টায় বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ।

মহামারির কারণে ফুল দিয়ে বরণ না করলেও ২১ বার তোপধ্বনীতে স্বাগত জানানো হয় রাষ্ট্রীয় অতিথিকে। বিমানবন্দর থেকে সরসরি সাভারে জাতীয় স্মৃতীসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেনে মালদ্বীপের প্রেসিডেন্ট।

সেখান থেকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পন করেন।

বিকেলে, জাতীয় প্যারেড স্কয়ারে আয়েজিত মূল অুনষ্ঠানে বক্তব্য রাখেন মালদ্বীপের পেসিডেন্ট।

ভিডিও বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বাংলাদেশ-চীনের ৪৬ বছরের কূটনৈতিক সম্পর্ক বন্ধুত্বের ও সমতার।

মধ্যম আয়ের দেশ হতে বাংলাদেশের জন্য জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে বার্তা দেন জাপানের প্রধানমন্ত্রী।

পঞ্চাশ বছরে বাংলাদেশের উন্নয়তির ভূয়সী প্রশংসা করে ভিডিও বার্তা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

অনুষ্ঠানে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও।


বঙ্গবন্ধুকে অবমাননা: মাদ্রাসায় ছোট পাউরুটি কেটে হাসাহাসি, আটক ২

দুবাইয়ে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন স্থগিত

বাংলাদেশ ফুটবল দলে করোনায় আঘাত

সফরে এসে বাংলাদেশকে যে উপহার দেবেন মোদি

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সহ ১২ দফা সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের


news24bd.tv / কামরুল